রাবি শিক্ষার্থীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু

Home Page » শিক্ষাঙ্গন » রাবি শিক্ষার্থীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪


রাবি শিক্ষার্থীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু

বঙ্গনিউজঃ   ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম মো. মুরাদ আহমেদ মৃধা। তিনি রাবির গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল এলাকায়। তার বাবার নাম মো. সাত্তার মৃধা এবং মায়ের নাম মোছা. মিনা বেগম।

মুরাদ আহমেদ মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। আজকে জানতে পারলাম যে, সে ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। মুরাদের সঙ্গে ওর বাবা-মা হাসপাতালে ছিলেন। ওনারা মরদেহ নিয়ে চলে গেছেন বাড়িতে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৩০ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ