বিশ্বজুড়ে নিন্দা ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলায়

Home Page » বিশ্ব » বিশ্বজুড়ে নিন্দা ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলায়
শনিবার ● ২ মার্চ ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ    ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় ১১২ জন নিহত হয়েছেন। আহত ৭৫০ জনের বেশি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ঘটনা হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা জটিল করে তুলবে। আর এ ধরনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ঠিক কী ঘটেছে, তা নিয়ে জরুরিভিত্তিতে আরও বিস্তারিত তথ্য চায় যুক্তরাষ্ট্র। এ ঘটনার তদন্তের ওপর নিবিড় নজর রাখবে ওয়াশিংটন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খাবার সংগ্রহে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর ঘটনাটি মেনে নেওয়া যায় না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র ফিলিস্তিনি জনগণের ওপর চালানো ‘গণহত্যার’ নিন্দা জানিয়েছেন। ইসরায়েল থেকে অস্ত্র না কেনার ঘোষণা দিয়েছেন তিনি। এক্সে দেওয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে লিখেছেন, ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছেন। তুরস্ক বলছে, এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল আরেকটি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, গাজায় যা ঘটেছে, তা অগ্রহণযোগ্য। খাবারের জন্য অপেক্ষা করতে গিয়ে বেশ কিছু ফিলিস্তিনি বেসামরিক নাগরিক মারা গেছেন। এতে বোঝা যায়, যুদ্ধবিরতি কতটা জরুরি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানিয়েছেন। গাজায় ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানকার ২৫ হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এ তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গাজায় ইসরায়েলের হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয় এদিন। সেখানে লয়েড অস্টিন বলেন, সংখ্যাটা ২৫ হাজার।

অন্যদিকে গাজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন। শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টারমারকে উদ্দেশ করে গ্যালোওয়ে বলেন, গাজায় নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন দিয়েছেন স্টারমার। গাজা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৪০:২৬ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ