ডিএনএ পরীক্ষার ফলাফল, বৃষ্টি খাতুনই অভিশ্রুতি

Home Page » জাতীয় » ডিএনএ পরীক্ষার ফলাফল, বৃষ্টি খাতুনই অভিশ্রুতি
সোমবার ● ১১ মার্চ ২০২৪


অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুন

বঙ্গ-নিউজ- গত ২৯ ফেব্রুয়ারি রাতে নিউ: বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াভহ অগ্নিকান্ড সংঘটিত হয়।   এই অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হয়। তাদের মধ্যে দু’জনের পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়।   অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর প্রকৃত পরিচয় উন্মোচিত হয়েছে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, অভিশ্রুতি নামে পরিচিত ব্যক্তি আসলে কুষ্টিয়ার বৃষ্টি খাতুন।

অভিশ্রুতির সহকর্মীরা দাবি করেছিলেন যে, তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন। অন্যদিকে, কুষ্টিয়া থেকে ছুটে আসা সবুজ শেখ ও বিউটি খাতুন দাবি করেন যে, অভিশ্রুতি আসলে তাদের মেয়ে বৃষ্টি খাতুন এবং তিনি মুসলিম।

এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ অভিশ্রুতির বাবা-মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে। সিআইডির ল্যাবে পরীক্ষার পর গত শনিবার (৯ মার্চ) নিশ্চিত হয় যে, অভিশ্রুতি আসলে বৃষ্টি খাতুনই।

সিআইডির উপ-মহাপরিদর্শক এ কে এম নাহিদুল ইসলাম রোববার (১০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৃষ্টির মরদেহের দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের সঙ্গে তার ডিএনএ মিলেছে।’

বৃষ্টির বাবা সবুজ শেখ বলেন, ‘তার মেয়ে হয়ত কোনো ভুল করেছিল। তবুও আমরা তাকে গিয়ে মুসলিম রীতিমতোই দাফন-কাফন করতে চাই।’

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩১ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ