বঙ্গনিউজঃ গাজায় সমুদ্রতীরের কাছে পানিতে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ডুবে মারা গেছেন ১২ ফিলিস্তিনি।
সোমবার (২৫ মার্চ) প্রত্যক্ষদর্শী আবু মোহাম্মদ জানায়, তীর থেকে বেশ দূরে ফেলা হয়েছিল ত্রাণ। অনেকেই হুড়মুড় করে সেই ত্রাণ নিতে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সাঁতার না জানায় স্রোতের টানে ডুবে মারা যায়।
এ মাসের শুরুর দিকে গাজা শহরের আল শাতি শরণার্থী শিবিরে বিমান থেকে ত্রাণ ফেলা হয়, যার নিচে চাপা পড়ে নিহত হন অনেকে।
বিমান থেকে এভাবে ত্রাণ ফেলার বিরোধিতা করছেন অনেকেই। হামাস বলেছে, এভাবে ত্রাণ বিতরণ করাটা ফিলিস্তিনিদের জন্য অসম্মানজনক এবং অকার্যকর। স্থলপথে ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছে তারা, কিন্তু শুরু থেকেই স্থলপথে ত্রাণ পাঠানোর ব্যাপারটিতে বাগড়া দিয়ে আসছে ইসরায়েল।
সোমবার এভাবে বিমানের মাধ্যমে ত্রাণ দিয়েছে মিশর, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, এবং আরব আমিরান-জর্ডানের যৌথ একটি উদ্যোগ। এর মধ্যে কাদের পাঠানো ত্রাণ সাগরে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।