পদত্যাগ করলেন মহিলা দলের নেত্রী উপজেলা নির্বাচন করতে

Home Page » সংবাদ শিরোনাম » পদত্যাগ করলেন মহিলা দলের নেত্রী উপজেলা নির্বাচন করতে
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪


 তাজমিন নাহার শাপলা

 বঙ্গনিউজঃ  কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দল থেকে পদত্যাগ করেছেন তাজমিন নাহার শাপলা নামে মহিলা দলের এক নেত্রী।

রোববার রাতে উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

শাপলা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে দলীয় আদেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন তাজমিন নাহার শাপলা।

সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার একদিন আগেই দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন মহিলা দলের এই নেত্রী।

তাজমিন নাহার শাপলা তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পারিবারিক সমস্যার কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

তাজমিন নাহার শাপলা জানান, তিনি উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের আশাতীত সমর্থন পেয়েছেন। এ জন্য ভোটারদের অধিকার ও সাধারণ মানুষের সম্মান রক্ষা করতে নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলেও আশাবাদী তিনি।

রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, তাজমিন নাহার শাপলা উপজেলা মহিলা দলের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার রাতে আমার কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৫৮ ● ১৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ