ভিনির জোড়া গোলে দাপুটে জয় ব্রাজিলের
Home Page »
খেলা »
ভিনির জোড়া গোলে দাপুটে জয় ব্রাজিলের
বঙ্গনিউজঃ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের কৌশল এবং ফুটবলারদের সক্ষমতার ওপর ভরসা রাখতে বলেছিলেন ব্রাজিলের কোচ দরিভার জুনিয়র।
দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওমর আলদেতের শটে পরাস্ত হন অ্যালিসন। তবে এর ৩ মিনিট পর জুলিও এনসিসোর শট রুখে দিয়ে এবার ব্রাজিলকে রক্ষা করেন লিভারপুলের গোলকিপার।৬৩ মিনিটে নিজেদের বক্সে দ্বিতীয়বারের মতো হ্যান্ডবল করে প্যারাগুয়ে। এতে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। হ্যাটট্রিকের সুযোগ পাওয়ার পরও পেনাল্টি শট নেননি ভিনিসিয়ুস জুনিয়র। এবার আর ভুল করেননি লুকাস প্যাকুয়েতা। ৪-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কিউবাস। এতে বাকি সময় ১০ জন নিয়ে খেলে তারা। টানা দুই ম্যাচ হেরে কোপার চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্যারাগুয়ের।দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের টেবিলের শীর্ষে কলম্বিয়া। একটি করে জয় আর ড্রতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল।কলম্বিয়ার বিপক্ষে হার, ব্রাজিলের সঙ্গে ড্রতে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কোস্টারিকা। আর টানা দুই হারে পয়েন্ট টেবিলের সবার নিচে প্যারাগুয়ে।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সে ম্যাচের জয়ী দল হবে গ্রুপ সেরা। আর প্যারাগুয়েকে হারাতে পারলে শেষ আটে খেলার সুযোগ রয়েছে কোস্টারিকার। এ জন্য অবশ্য কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে হারতে হবে।
বাংলাদেশ সময়: ১৩:২৭:২৭ ●
৯৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)