রাশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

Home Page » আলিফের চটি গল্প » রাশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
শনিবার ● ৩১ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  খবর রয়টার্সের।

ইউরোপীয় ইউনিয়নের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে।

রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় মোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৭ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ