নির্বাচনীয় জয়ী হয়ে এক বিলিয়ন সম্পদ পেলো ট্রাম্প

Home Page » প্রথমপাতা » নির্বাচনীয় জয়ী হয়ে এক বিলিয়ন সম্পদ পেলো ট্রাম্প
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪


---

বঙ্গনিউজ ডেস্ক:মার্কিন নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকার দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর তার সম্পদ এক বিলিয়ন ডলারের বেশি বেড়েছে।

বুধবার (০৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনীয় জয়ী হওয়ার ফলে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া দাম বেড়েছে। ফলে বুধবার তার সম্পদের এ প্রবৃদ্ধি হয়েছে।

ট্রাম্পের মিডিয়া শেয়ার ডিজেটির মূল্য প্রিমার্কেট ট্রেডিংয়ে ৩৫ শতাংশ বেড়েছে। ফলে বাজারে এর মূল্য বেড়ে ৯ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। ট্রাম্প এ কোম্পানির প্রভাবশালী শেয়ারহোল্ডার যারা সম্প্রতি ‍খুব কম আয় করেছে। এর বিপরীতে তারা লোকসানের মুখোমুখি হয়ে আসছে।

নির্বাচনীয় জয়ী হয়ে এক বিলিয়ন সম্পদ বাড়ল ট্রাম্পের
মার্কিন নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ খেললেন ইলন মাস্ক
কোম্পানিটিতে ট্রাম্পের ১১৪ দশমকি ৭৫ মিলিয়র শেয়ার রয়েছে। যার প্রিমার্কেট ট্রেডিংয়ে মূল্য ছিল তিন দশমিক ৯ বিলিয়ন ডলার। আর নির্বাচন শেষের দিনে তা বেড়ে পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নির্বাচনে ট্রাম্পের প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বরে তার শেয়ারের দাম রেকর্ড সর্বনিম্ন হয়। তবে

কয়েক মাস ধরে, ট্রাম্প মিডিয়া কীভাবে ব্যবসায়ীরা নির্বাচন শেষ হবে বলে মনে করেন তার প্রক্সি হিসেবে কাজ করেছে।

ট্রাম্পের নির্বাচনী প্রতিকূলতা হ্রাস পাওয়ার সাথে সাথে, কোম্পানির শেয়ারের দাম সেপ্টেম্বরে রেকর্ড কমের পর রেকর্ড নিম্নে নেমে আসে। সেপ্টেম্বরের ২৩৪ তারিখ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম তিনগুণ বেড়েছে। নির্বাচনে তার জয়ের ব্যাপারে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে এ প্রবৃদ্ধি দেখা দেয়।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৮ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ