ম্যাচ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

Home Page » ক্রিকেট » ম্যাচ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪


বাংলাদেশ ক্রিকেট টিম

বঙ্গনিউজ ডেস্ক: মোস্তাফিজুর রহমানের করা ৪৩তম ওভারের শেষ বল উড়িয়ে মারতে চেয়েছিলেন রশিদ খান। লং অফে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করেই হুঙ্কার তুললেন; যেন প্রাণ ফিরেছে দলে। আফগান অলরাউন্ডারের ফেরা মানেই আপাতত জয় নিশ্চিত। কেননা, এরপর আর মাত্র এক উইকেট! সেটাও এসে গেছে দ্রুত সময়েই। ৬৮ রানের দারুণ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল নাজমুল হোসেন শান্তর দল। আগামী সোমবার হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

শারজায় পিচ রিপোর্ট পড়ে পাকিস্তান কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা সম্প্রচার টেলিভিশনে বলেছিলেন, ‘২৫০ রান করুন এবং প্রতিপক্ষকে চাপে রাখুন।’ ব্যাটাররা সেটা করেছেন বটে। বাকিটা করলেন বোলাররা।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দারুণ শুরুর পর মাঝে কিছুটা ছন্দপতন হলেও শেষ দিকে জাকেরের ব্যাটে লড়াইয়ের ভিত পায় সফরকারীরা। ৭ উইকেটে ২৫২ রান তোলে তারা। জবাবে ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় আফগানরা। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে একাই ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন নাজমুল। শেষ দিকে ২৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাকের।

মুশফিকুর রহিমের চোটে এ ম্যাচে একাদশে সুযোগ হয় জাকেরের। কিপার-ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতেও পা পড়ে তার। আগে অবশ্য টি-টোয়েন্টি ও টেস্টেও অভিষেক হয়েছিল তরুণ এই ব্যাটারের। এবার ৫০ ওভারের ক্রিকেটেও শুরুটা দারুণ করলেন তিনি। উদ্বোধনী জুটি যখন ব্যর্থ হলো আবারও। ২২ রান করে ফিরতে হলো তানজিদ হাসান তামিমের। তখন আরেক ওপেনারের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন। ৭১ রানের এই জুটি ভাঙলে সৌম্য ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। পরে অবশ্য ড্রেসিংরুমে বসে রিভিউ না নেওয়ার আক্ষেপেও পুড়েছিলেন। কেননা, রিভিউ নিলে যে সে সময় আউট থেকে রক্ষা পেতেন তিনি।

জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
শেষের ঝড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
মিডল অর্ডারে মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ—কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। বিশেষ করে অভিজ্ঞতায় ভরপুর মাহমুদউল্লাহ খারোতের বলে যেভাবে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন, তাতে আরও একবার বয়সের ভার সামনে এসে গেল তার। শেষ দিকে জাকের ও লম্বা সময় পর দলে ফেরা নাসুম আহমেদের ব্যাটে লড়াইয়ের পুঁজি মেলে বাংলাদেশের। নাসুম ২৪ বলে খেলেছেন গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস।

ভিডিও দেখুনঃ

বাংলাদেশ সময়: ১১:৫২:১২ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
">

শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • মহানবী (সা.)-এর জীবনী পাঠের অপরিহার্যতা
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি : জামায়াত ও এনসিপি কতদূর যাবে
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায় বিনোদন ডেস্ক
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশে আসছে লোমহর্ষক সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’(Based on the true story)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশত্যাগে নিষেধাজ্ঞয় জিএম কাদের ও তার স্ত্রী
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামি আপিলেও খালাস ( ভিডিওসহ)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশি
    রবিবার ● ৩১ আগস্ট ২০২৫

    আর্কাইভ