ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায়

Home Page » বিশ্ব » ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায়
রবিবার ● ১৮ মে ২০২৫


আসিফ ‍মুনির

বঙ্গনিউজ : পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুসকে ‘বিশেষ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনটিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবিলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে।

সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এতে ‘জাতীয় রক্ষক’ আখ্যা দিয়ে বলা হয়েছে, তার নেতৃত্ব সেনাবাহিনীর ভাবমূর্তি আরও দৃঢ় করেছে। এ ছাড়া এই সাফল্যের পর দেশের ভেতরে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি ব্যাপক সমর্থন প্রকাশ পেয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস মন্তব্য করেছে, এই অপারেশন সেনাবাহিনীকে আবারও প্রতিষ্ঠিত করেছে একটি দৃঢ় ও নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠানে রূপে।

বাংলাদেশ সময়: ১২:২১:২০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ