ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে- নেতানিয়াহু

Home Page » জাতীয় » ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে- নেতানিয়াহু
সোমবার ● ১৯ মে ২০২৫


ইসরায়েলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

বঙ্গনিউজ: চরম আন্তর্জাতিক চাপের মুখে গাজা উপত্যকার জন্য অবরোধ শিথিল করতে বাধ্য হলেও ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ মে) এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, গাজা উপত্যকার প্রতিটি অংশে আমাদের নিয়ন্ত্রণ থাকবে। সম্পূর্ণ বিজয় অর্জন করাই আমাদের লক্ষ্য।

এর আগেই  গত শুক্রবার ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করে এবং সোমবার খান ইউনুস শহরের বাসিন্দাদের অবিলম্বে উপকূলীয় এলাকায় সরে যেতে নির্দেশ দেয় ‘এক নজিরবিহীন হামলার’ আগাম বার্তা দিয়ে।

নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কিছু সিনেটর তাকে সতর্ক করেছেন যে গাজার দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের দৃশ্য ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমিয়ে দিচ্ছে। এ কারণে তিনি একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন।

তারই পরিপ্রেক্ষিতে সোমবার সীমিত পরিমাণ খাদ্য সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। স্থানীয় সময় দুপুর নাগাদ উত্তর গাজার দিকে বেশ কয়েকটি ত্রাণবাহী ট্রাক যেতে দেখা যায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি মিডিয়ার দাবি, প্রায় ৫০টি ট্রাকে আটা, তেল ও ডালজাতীয় পণ্য গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। ইসরায়েলি মিডিয়া আরও জানায়, শিশুখাদ্যবাহী ৯টি ট্রাক শিগগির প্রবেশ করবে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘অপারেশন গিদিয়নস চ্যারিয়ট’ নামে ভয়ংকর স্থল অভিযান শুরু করেছে। যার লক্ষ্য হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করা এবং অক্টোবর ২০২৩-এ অপহৃত বাকি ৫৮ জন জিম্মিকে উদ্ধারের চেষ্টা।

গত ২৪ ঘণ্টায় ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাংক পজিশন, ভূগর্ভস্থ অবকাঠামো ও অস্ত্রের গুদাম। রাতভর বিমান হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা।

এর মধ্যে, খান ইউনুস শহরে ছদ্মবেশে অভিযান চালিয়ে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতা আহমেদ সারহানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা জানায়, সেনারা গৃহহীনদের ছদ্মবেশে শহরে প্রবেশ করে সারহানের বাড়িতে হামলা চালায় এবং পরে তার স্ত্রী ও সন্তানদের আটক করে গাজা সীমান্তের দিকে পলায়ন করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত আট দিনে ইসরায়েলি হামলায় ৫০০ জনের বেশি নিহত হয়েছেন। পুরো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার জনেরও বেশি, যাদের অধিকাংশই সাধারণ মানুষ।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ট বলেছেন, গাজায় এখনো হামাসের উপস্থিতি ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা। শুরুতেই যদি বিকল্প সরকার কাঠামোর পরিকল্পনা থাকত, তবে সহায়তা হামাসের হাতে পড়ার আশঙ্কা থাকত না।

নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতির আলোচনায় হামাসের আত্মসমর্পণ ও গাজা নিরস্ত্রীকরণের প্রস্তাব রয়েছে, যা হামাস ইতিপূর্বে প্রত্যাখ্যান করেছে।

হামাস নেতা সামি আবু জুহরি ইসরায়েলকে দোষারোপ করে বলেন, এই সামরিক আগ্রাসন জিম্মিদের জন্য ‘মৃত্যুদণ্ডের’শামিল।

বাংলাদেশ সময়: ২০:২১:৫৩ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ