বাংলাদেশে স্টারলিংকের আনলিমিটেড ডেটা

Home Page » জাতীয় » বাংলাদেশে স্টারলিংকের আনলিমিটেড ডেটা
মঙ্গলবার ● ২০ মে ২০২৫


 

 

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

বঙ্গ নিউজ ডেস্ক:স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

সোর্স  : Chief Adviser GOB

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ