কারাকাসে নেই রোদ্দুর

Home Page » পড়ালেখা ও সাজেশন্স।। » কারাকাসে নেই রোদ্দুর
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


  কবি :মোজাফফার বাবু

রাত্রের শরীর ফুঁড়ে ডাইনোসর
যম/দূত রক্তদাতে হাসে
নিদ্রায় মগ্ন ভেনিজুয়েলার কারাকাস
মুহুর্মুহু গুলি যেন বধ্যভূমি

রাজহাঁস আগুনের ডিম পাড়ে
ঝলসায় বসতবাড়ি ঘুমন্ত প্রাসাদ
“কর্পোরেট পুঁজিবাদী ” লোলুপ দৃষ্টি
তেল গ্যাস খনিজ সম্পদ

হতবাক বিস্ময় আশাহত পৃথিবী
সভ্যতার বুকে নির্লজ্জ থাবা
পোড়ামাটির কান্নায় কারাকাস নগরী
প্রিয় বৃষ্টির দেখা নাই জানালায়

মোরোসের ললাটে মুক্ত স্বাধীন তাজ
মেনে কি নেয় ধমকে ঠমকে দাসত্ব
ইনসাফ আদর্শ করেনি বির্সজন
দেশ প্রেমিক আত্মত্যাগী হয় বলিয়ান

পশ্চাদপসরণ অপমান জনক ইতিহাস
ভিয়েতনাম ইরাক আফগানিস্তান
দীর্ঘস্থায়ী সংঘাত নগ্ন বহিঃপ্রকাশ
শেষ পর্যন্ত আগ্রাসীরা হয় বিপর্যস্ত

ঔদ্ধত্যপূর্ণ আচরণ নগ্ন বেলাল্লাপনা
অস্ত্রের ভাষায় আক্রান্ত
আন্তর্জাতিক নীতির চরম লংঘন
বিকৃতি বিভ্রান্তি ষড়যন্ত্র চক্রান্ত

ধোয়াশা কুয়াশা ঢেকে যায়
আব্রাহাম লিংকন এর গণতন্ত্র
রোদ্দুর বাড়ি ছেড়েছে অনেক আগেই
এখন উঠোনে পড়ে না জোছনা

ডাইনোসরের ঝড়ে সূর্যটা নিরুদ্দেশ
মেঘে ঢেকে যায় ধরণী
ক্যারিবিয়ান সাগর খুনে লাল হয়ে যায়
দেশান্তরিত হয় হারসিং পক্ষী

মহান সক্রেটিসকে হেমলোকে পানে বাধ্য করে
কোপার্নিকস কে নির্লজ্জ সাজা
শেষ রক্ষা হয়ে ছিল - হিটলার মুসলিনির
আস্তে কুঁড়ে হয় ঠিকানা।

কবি:মোজাফফার বাবু

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ