
আমান রেজা একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ও আইনজীবী। তিনি ১৯৮৬ সালের ২০ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ও দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রী অর্জন করেন।
২০০৯ সালে ‘ভালোবাসার শেষ নেই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে।
অভিনয় জীবনে প্রায় ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ২৯টি মুক্তি পেয়েছে। এছাড়া, তিনি ৭টি নাটকে অভিনয় করেছেন। তার চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ময়না, ‘চালবাজ’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রেমী ও প্রেমী’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ‘বাজারের কুলি’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘কাজের মানুষ’, প্রভৃতি।
এছাড়া তিনি পাশাপাশি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবেও কাজ করছেন। ২০১১ সালে তিনি মলি রেজাকে বিয়ে করেন; তাদের এক কন্যাসন্তান রয়েছে—মাহাসিন রেজা আলীজা।
আমান রেজা অভিনয় ও আইনের জগতে সফলভাবে নিজের অবস্থান তৈরি করেছেন।
লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ তার ময়না ফিল্মটি সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার পেয়েছে ।
আজ তার জন্মদিন।
বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই গুণি শিল্পীর জন্মদিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা।