
ভালোবাসার অসীম শক্তি অনেকে বোঝেনি হায়,
হৃদয়হীন মোদের মানব সমাজ এ শক্তি কি বুঝিতে পায়?
ক্লিওপেট্রা বুঝেছিল এ শক্তি,
সিজার খুঁজেছিল হেথায় মুক্তি।
ভালোবাসার আশীর্বাদে এ ধরায় স্বর্গ আসে যে নেমে,
ভালোবাসার জন্যই মোদের জীবন যায় না কখনো থেমে।
ভালোবাসা ধরে জীবনের হাল,
ফুরফুরে মনে উড়ে রঙিন পাল।
দুটি হৃদয় স্বপ্নে বিভোর,
স্বপ্নীল আশায় থাকে মনচোর।
রঙিন স্বপ্ন প্রেমিক প্রেমিকার চোখে মুখে,
জীবন কাটায় তারা মহাসুখে।
চেয়ে দেখো একবার- ওদের দুচোখে আছে শুধু ভালোবাসা,
বাসা বেঁধেছে হেথায় কত যে আশা।
বাজিয়া ওঠে সবার হৃদয়ে কত যে মধুর গান,
এ গান শুনিয়া ফেরেশতাদেরও জুড়িয়ে যায় প্রাণ।
ভালোবাসার বন্দনায় হাজার শিল্পী গাহিলো কত যে গান,
উথলি উঠে ভাই মনের বাসনা জুড়িয়ে যায় প্রাণ।
গাহিতে আসিয়া এ প্রেমের গান,
অ্যান্টনি ও ক্লিওপেট্রা দিলো নিজেদের প্রাণ।
শত বীর হেথায় খুঁজেছে শান্তি,
প্রেমের অসীম শক্তি যদি তুই বুঝতি ও মানতি।
মানব হৃদয় একি বিস্ময়!
খুঁজছি সবাই হেথায় আশ্রয়।
শক্তিধর ভালোবাসা গড়িল ধরাতে অগণিত শান্তির নীড়,
এ শান্তির নীড়ে আশ্রয় পেয়েছে লক্ষ লক্ষ ক্লান্ত শ্রান্ত বীর।
সবার উপরে ভাই প্রেমের আসন,
সেলিম ত্যাগিল ভারতের সিংহাসন।
ভালোবাসাকে বাঁচাতে গিয়ে,
প্রেমিকেরা আসিল হাতে প্রাণ নিয়ে।
পিছপা হয়নি কোনো প্রেমিকা,
তোমরা সবাই জেনেছো কি তা?
প্রেমেরই কারণে সাপের দংশনে ক্লিওপেট্রা যবে দিলো নিজ জীবন,
অ্যান্টনি আসিয়া ইহা দেখিয়া হাসিমুখে বরণ করিল মরণ।
রোমিও-জুলিয়েট আর শিরি-ফরহাদ,
শেখালো মোদের অমর প্রেম ও ভালোবাসা নিখাদ।
রাখিতে আসিয়া প্রেমের সম্মান,
জ্বীন-ইনসান বিলায় নিজেদের জান।
প্রার্থনা করি সারাজীবন ভরি- সবার জীবন আকাশে হাসুক ভালোবাসার রবি,
তোমাদের তাই বলতে চাই আজ এ কবি।
প্রেম অবিনশ্বর- নেই এর ক্ষয়,
পৃথিবী জুড়ে হোক সকল প্রেমের জয়।