
বঙ্গ নিউজ ডেস্ক:প্রথম ম্যাচে জয় পেলেও শেষ পর্যন্ত লজ্জার হার এড়াতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে মাঠ ছেড়েছে টাইগাররা। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার, যার প্রথমটি ঘটেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে এই হারলে জীবনযাত্রার অংশ হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস।
বুধবার (২১ মে) সিরিজের শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘যখন এখানে এসেছি, জয়ের লক্ষ্য নিয়েই এসেছি। কিন্তু সিরিজ হেরে যাওয়া জীবনেরই অংশ। ক্রিকেট খেলতে নামলে প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’
সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘আজ ব্যাটিংয়ে কিছু ভুল হয়েছে আমাদের। আমার মনে হয়, উইকেট ও কন্ডিশনের কথা মাথায় রেখে আমরা এমন কিছু করতে চাইনি। তিন ম্যাচেই টস হেরে পরে ব্যাট করেছি, আর শিশির ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর।’
তবে প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি লিটন, ‘আমিরাত খুব ভালো খেলেছে, ভালো বলও করেছে। তারা ব্যাটিংয়ে শিশিরের সুবিধা পেয়েছে, কিন্তু একেবারেই ভড়কে যায়নি। এটাই তাদের বড় শক্তি। তাদের কৃতিত্ব দিতেই হবে।’
উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৬১ রান। জবাবে মাত্র ৫ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে সিরিজ নিশ্চিত করে ২-১ ব্যবধানে।