বঙ্গ নিউজ ডেস্ক:বিএনপি নেতা ইশরাকের পক্ষে আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি।
শত শত মানুষের এই জমায়েতের কারণে মৎস্যভবন মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেগুন বাগিচা, পল্টন, জাতীয় প্রেস ক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর সড়ক, তোপখানা রোডের অলি-গলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার উচ্চ আদালতের আদেশের পরও তাদের একটি অংশ সেখানে অবস্থান করছেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট বৃহস্পতিবার (২২ মে) খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।
এই খবর পেয়ে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
তাদের দাবি, এটি তাদের প্রাথমিক বিজয়। কিন্তু তাদের নতুন আরেকটি দাবি আছে। সেটি হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজের পদত্যাগ। তারা দুজন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। ইশরাক হোসেন বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত।
পরে ইশরাক হোসেন আন্দোলনস্থলে অবস্থান নেন। দিবাগত রাত পৌনে ১২টা পর্যন্ত তিনি নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন।