বঙ্গ নিউজ ডেস্ক:পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। লাহোরে ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। গাদ্দাফি স্টেডিয়ামেই ম্যাচ খেলবে বাংলাদেশ। উইকেট-কন্ডিশন নিয়ে কিছু ধারণা নিশ্চয় দিতে পারবেন তিনি।
তবে পাকিস্তান ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা বেশি বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পাওয়া শন টেইটের। তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার ঠিক আগে করাচি কিংসের বোলিং কোচ ছিলেন। তার আগে কোয়েটা গ্লাডিয়েটরসের বোলিং কোচ ছিলেন। কাজ করেছেন পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও।
কোচের চোখে শন টেইটের উইকেট-কন্ডিশন দেখার সুবিধা নিতে চান বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘টেইট শুধু পেসারদের জন্য নয় পুরো দলের জন্য দারুণ এক সংযোজন। আমরা এখানকার কন্ডিশন পর্যবেক্ষণ করবো। তিনি সম্প্রতি পিএসএলে কাজ করেছেন, আমরা তার থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেব।’
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা তিন পেসারকে পাচ্ছে না। নাহিদ রানা ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন। তাসকিন আহমেদ ইনজুরির কারণে দলে ছিলেন না। মুস্তাফিজ শেষ মুহূর্তে ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে গেলেন। সিনিয়র পেসার তাসকিন-মুস্তাফিজ না থাকায় দল ভারসাম্য হারিয়েছে বলে উল্লেখ করেছেন সিমন্স।
হেড কোচ বলেন, ‘আপনি সিনিয়র পেসারদের মিস করবেন। আমরা দেখেছি, মুস্তাফিজ আইপিএলে কেমন খেলেছে। আমরা তাকে মিস করবো। এটা অন্যদের জন্য সুযোগও। আশা করবো, কেউ এগিয়ে আসবে এবং মুস্তাফিজের জায়গা পূরণ করবে। আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী। তবে দুই সিনিয়র তাসকিন ও মুস্তাফিজ না থাকায় দল কিছুটা ভারসাম্য হারিয়েছে।’