টোকিওতে প্রধান উপদেষ্টা, এমআইডিআই ও বাণিজ্যের আলোচনায় জোর কদম!

Home Page » প্রথমপাতা » টোকিওতে প্রধান উপদেষ্টা, এমআইডিআই ও বাণিজ্যের আলোচনায় জোর কদম!
বুধবার ● ২৮ মে ২০২৫


টোকিওতে প্রধান উপদেষ্টা, এমআইডিআই ও বাণিজ্যের আলোচনায় জোর কদম!

বঙ্গ নিউজ ডেস্ক:চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে তিনি সেখানে পৌঁছান।

 এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের। সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ