বঙ্গ নিউজ ডেস্ক:১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের, ফের্নান্দেস কাবরেরা।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইতালি থেকে ফেরা ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী ও শমিত সোম।
এই তারকাদের নিয়েই ঢাকার গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের প্রাথমিক এই দলটি ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও কার্যকর থাকবে। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে।
হামজা ২ বা ৩ জুন দেশে ফিরবেন। ৪ জুন দলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রথমবার ডাক পাওয়া কানাডা প্রবাসী শমিত।
এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কোচ কাবরেরা। দলে নতুন কোনও চমক নেই। ঘুরে-ফিরে সবাই আগে কাবরেরার দলে খেলেছেন কিংবা সুযোগ পেয়েছেন। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন।
মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে সবশেষ ২৪ সদ্যসের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায় ও শাকিল হোসেন।
বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।