বিএসএফ পুশ ইন করলে মোট ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি

Home Page » জাতীয় » বিএসএফ পুশ ইন করলে মোট ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি
বুধবার ● ২৮ মে ২০২৫


প্রতীকী ছবি;ভারত-বাংলাদেশ সীমান্ত

বঙ্গনিউজ: সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইন করলে মোট ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ভোর রাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত এবং সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত দিয়ে এসব অনুপ্রবেশ ঘটে। বিজিবি দ্রুত অভিযান চালিয়ে সবাইকে আটক করতে সক্ষম হয়।

বিজিবি সূত্র জানায়, প্রথম ঘটনা ঘটে ভোররাত ৩টা ৩০ মিনিটে। ভারতের সীমান্তরক্ষীরা মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করে। এ সময় ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এর প্রায় ৫০ মিনিট পর, একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আবারও ৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষসহ ২০ জন বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবির মিনাটিলা বিওপির সদস্যরা তাদেরও আটক করতে সক্ষম হন।

একই রাতে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অধীন ছনবাড়ি সীমান্ত দিয়ে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ শিশুসহ আরও ১৬ জনকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, তারা সবাই কুড়িগ্রামের পাঁচটি পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

বিজিবির শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বলেন, রাতের নির্জনতার সুযোগে বিএসএফ একাধিক দলে ভাগ হয়ে আমাদের ভূখণ্ডে পুশ ইন চালায়। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করি।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৩ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ