অবশেষে মধ্যনগর থানা ছাড়লেন ওসি সজীব রহমান

Home Page » সারাদেশ » অবশেষে মধ্যনগর থানা ছাড়লেন ওসি সজীব রহমান
শুক্রবার ● ৬ জুন ২০২৫


সজীব রহমান

সিলেট ব্যুরো :বদলীর আদেশ স্থগিত করতে নানা দৌড় যাঁপ ও তদবির করে ব্যার্থ হলেন সুনামগঞ্জের মধ্যনগর থানার সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান। ওই থানায় পদায়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মবিনুর রহমানের কাছে বুধবার(৪জুন) দ্বায়িত্ব হস্তান্তর করে মধ্যনগর ছেড়েছেন ওসি মো.সজীব রহমান। দ্বায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নবাগত ওসি মো.মবিনুর রহমান।

পুলিশ হেড কোয়ার্টারের দ্বায়িত্বশীল সূত্রে প্রাপ্ত তথ্যমতে, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।
সূত্র মতে,তাকে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে ২৪ মে দ্রুত ছাড়পত্র গ্রহন করে বদলীকৃত কর্মস্থল পুলিশের ময়মনসিংহ রেঞ্জে যোগদানের জন্য দাপ্তরিক নির্দেশনা দেয়া হয়। অন্যথায় পরদিন ২৫ মে তারিখে ওই প্রজ্ঞাপনে জারিকৃত বদলীর পরিবর্তে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে মর্মে গন্য করা হবে।

অভিযোগ রয়েছে,  ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার, গণহয়রানি, ঘুষ বাণিজ্য, জলমহাল দখলে সহযোগীতা, সীমান্তের চোরাচালান, চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে  টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি সজীব রহমান।

স্থানীয়রা জানান, ওসি সজীব মধ্যনগর থানায় যোগদানের পরেই স্থানীয় প্রভাবশালী এক  নেতা ও তার কয়েকজন অনুসারীসহ মধ্যনগর থানায় কর্মরত একজন এসআই ও একজন এএসআই পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে গড়ে তুলেন একটি শক্তিশালী গ্যাং। এই গ্যাংয়ের মাধ্যমেই বিতর্কিত সকল কর্মকান্ড চালাতেন  ওসি সজীব রহমান। এসব অভিযোগসহ নানান বিতর্কিত কর্মকান্ডের কারনে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৩৬ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ