আজ ‘আমাদের দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জন্মদিন

Home Page » জাতীয় » আজ ‘আমাদের দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জন্মদিন
রবিবার ● ৬ জুলাই ২০২৫


 মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান ১৯৫৩ সালের ৬ জুলাই বাংলাদেশের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিক ও বিশিষ্ট সাংবাদিক হিসেবে পরিচিত। তাঁর শিক্ষাজীবন শুরু হয় দেশের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে, পরে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করলেও মাহমুদুর রহমান পরবর্তীতে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হন এবং জ্বালানি ও খনিজ সম্পদের খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যবসায়িক সফলতার সুবাদে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার তাকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন এবং এ সময় দেশীয় জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।

২০০৮ সালে তিনি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দেন। এই পত্রিকাটি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার খবর প্রকাশের জন্য আলোচিত ও সমালোচিত হয়। মাহমুদুর রহমানের সম্পাদনায় পত্রিকাটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে, কিন্তু তার তীব্র সরকারবিরোধী অবস্থান এবং লেখালেখির কারণে বারবার চাপ ও নিপীড়নের মুখে পড়ে।

তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং বিভিন্ন মামলায় কারাবন্দী থাকেন, যার মধ্যে রাষ্ট্রদ্রোহ, মানহানি এবং তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলাও রয়েছে। কারাবন্দী অবস্থায়ও তিনি সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন।

মাহমুদুর রহমানের সমর্থকরা তাকে মতপ্রকাশের স্বাধীনতার একজন সাহসী যোদ্ধা হিসেবে বিবেচনা করেন, আবার সমালোচকেরা তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিকতার প্রতীক মনে করেন। বাংলাদেশের সাংবাদিকতা ও রাজনীতিতে তিনি এক জটিল, বিতর্কিত ও আলোচিত চরিত্র।

বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই কীর্তিমান মানুষের জন্য জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালবাসা ।

জন্মদিনের ভিডিও দেখতে ও শুভেচ্ছা জানাতে নিচেহ ছবিতে ক্লিক করুনঃ

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪৮ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ