বিশ্ব কবি ও জাতীয় কবির ‘গীতি-কাব্যে বর্ষা’ মনোমুগ্ধ অনুষ্ঠান আয়োজিত

Home Page » সাহিত্য » বিশ্ব কবি ও জাতীয় কবির ‘গীতি-কাব্যে বর্ষা’ মনোমুগ্ধ অনুষ্ঠান আয়োজিত
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


 বিশ্ব কবি ও জাতীয় কবির ‘গীতি-কাব্যে বর্ষা’ মনোমুগ্ধ  অনুষ্ঠান  আয়োজিত

বঙ্গনিউজঃ   বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “গীতি-কাব্যে বর্ষা” শিরোনামে কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ঢাকা ৫জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দে; বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বরেণ্য আবৃত্তিজন মাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক মোজাফফার বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনটির সভাপতি ড. সবুজ শামীম আহসান।
এ নিবেদনে প্রাণবন্ত সঞ্চালনা করেন, সংগঠনের উপদেষ্টা সব্যসাচী ড. সিরাজুর রহমান ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী দিল আফরোজ মিতা।
প্রথম পর্বে ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস এর সঙ্গীত পরিচালনায় কৃষ্টিবন্ধনের নিজস্ব শিল্পীগণ সঙ্গীত ও আবৃত্তি আর দ্বিতীয় পর্বে বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পীগণ আবৃত্তি করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ সুদাম কুমার বিশ্বাস, সৈয়দ একতেদার আলী, নাদিয়া আরেফিন শাওন, গুলশান বহ্নি, সনৎ কুমার ঘোষ, ওমর ফারুক, মিতা মল্লিক, সামসাদ শাহানীন, অনন্যা মজুমদার, সুচিত্রা দাস, অবন্তী, শুভা, প্রথমা, ঝিলিক ও দীপা রোজারিও প্রমুখ।
আবৃত্তি করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাহিদুল ইসলাম, ড. সিরাজুর রহমান, জনাব গাউসুল আজম, দিল আফরোজ মিতা, শিরিন ইসলাম, সৈয়দা সাজিদা খানম স্নিগ্ধা, মাসুম আজিজুল বাশার, ডা. শারমিন তন্বী, নাঈমা সুলতানা, ফারজানা এ্যলি, জিনিয়া ফেরদৌস রুনা, ডা. নাদিয়া হক, উজ্জ্বল মাহামুদ, সুরাইয়া চৌধুরী, রশিদ কামাল, মুনা চৌধুরী, ফারিন তামান্না, রুহুল আমিন, হালিমা আক্তার পারভীন , মাসুদ রানা প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন  কাজী তাইফুরুল করিম, আব্দুল মান্নান , আইনজীবী হাসানুর রহমান হাসান, আফরোজা বেগম, রানা সোহেল প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১:৩৬:৪১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ