বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

Home Page » জাতীয় » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত
রবিবার ● ২৭ জুলাই ২০২৫


সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ

বঙ্গনিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।

এর আগে সংগঠনের কয়েকজন নেতা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ