নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে, প্রস্তুতি নিয়ে প্রশ্ন নিগার বাহিনীর

Home Page » ক্রিকেট » নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে, প্রস্তুতি নিয়ে প্রশ্ন নিগার বাহিনীর
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫


নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে, প্রস্তুতি নিয়ে প্রশ্ন নিগার বাহিনীর

বঙ্গো নিউজ ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিকেএসপিতে চলছে ওমেন্স চ্যালেঞ্জ কাপ—যেখানে খেলছে বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। এই টুর্নামেন্টের মাধ্যমেই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নিগার সুলতানারা।

তবে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে টিকে থাকতে ঘরোয়া এই আয়োজন যথেষ্ট কি না। পুরুষ দল যখন নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলছে, তখন নারী দলের জন্য কেন কোনো বিদেশি প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আয়োজন সম্ভব হলো না—এ নিয়েও সমালোচনা রয়েছে।

বিসিবির ব্যাখ্যা

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, শেষ মুহূর্তে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ায় সময়ের অভাবেই বিদেশি সিরিজ আয়োজন সম্ভব হয়নি। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চেষ্টা করা হলেও কেউ প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি হয়নি বলে তিনি জানান।

প্রথম ম্যাচে জয়

চ্যালেঞ্জ কাপে প্রথম ম্যাচেই বাংলাদেশ লাল দল ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ সবুজকে। আগামী ম্যাচে লাল দল মুখোমুখি হবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের। অনেকের প্রশ্ন, ছেলেদের দল রাখাই যখন হলো, সেখানে অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-১৯ কেন নয়? এ বিষয়ে ফাহিমের বক্তব্য—দুই ভাগে বিভক্ত নারী দলকে সমান চ্যালেঞ্জ দেওয়ার জন্য অনূর্ধ্ব-১৫ দলকেই বেছে নেওয়া হয়েছে।

বিশ্বকাপ সূচি

আগামী ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের এই আসরে সাত ম্যাচ খেলবে বাংলাদেশ।

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তান

৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড

১০ অক্টোবর নিউজিল্যান্ড

১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা

১৬ অক্টোবর অস্ট্রেলিয়া (বিশাখাপট্টম)

২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা

২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারত

২০২২ বিশ্বকাপে একমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে। এবারও নিগার বাহিনীর লক্ষ্য পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারানো।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১১ ● ২০৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ