সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

Home Page » সারাদেশ » সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


মনসুর আহমদ চৌধুরী ও বিচারপতি সালমা মাসুদ চৌধুরী
মনসুর আহমদ চৌধুরী চেয়ারম্যান,বিচারপতি সালমা মাসুদ চৌধুরী সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও টি এইচ এম জাহাঙ্গীর মহাসচিব মনোনিত।
সিলেট বিভাগের গুণীজনদের সামাজিক সংগঠন সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি’র চেয়ারপার্সন মনসুর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান,বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সালমা মাসুদ চৌধুরীকে সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও সিটিজেন রিসার্স কমিউনিকেশনস্ এর চেয়ারম্যান সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীরকে মহাসচিব করে ২৩ সদস্য বিশিষ্ট ২০২৫-২৭ মেয়াদে কমিটি গঠন ঘোষণা করা হয়েছে।
অদ্য ১৭ অক্টোবর শুক্রবার বিকালে সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সভা-২০২৫ গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইশতিয়ার আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামী।
কমিটির অন্য পদে যারা মনোনিত হয়েছেন তারা হলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী ভাইস-চেয়ারম্যান,
নিকেতন সোসাইটির সভাপতি প্রকৌশলী হাবিব আহসান ভাইস-চেয়ারম্যান,সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এএফএম শাহজাহান ভাইস-চেয়ারম্যান,সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবরিনা সামাদ ভাইস-চেয়ারময়ান,ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম শাখার চীপ ম্যানেজার ইউসুফ ইয়াজদানী চৌধুরী যুগ্ম-মহাসচিব,এনআরবিব্যাংক সিকিউরিটিজের সিইও মান্না সোম যুগ্ম-মহাসচিব,নারী উদ্যোক্তা দুরদানা হোসেন দিলিয়া ট্রেজারার,নাবিহা এক্সপ্রেসের চেয়ারপারসন সেলিনা চৌধুরী সাংগঠনিক সম্পাদক,গৃহায়ন ও গণপুর্ত মন্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমদ শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড.জামিলা চৌধুরী আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রফেসর ডা: হুসনে কমর ওসমানী স্বাস্হ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. জাহিদ আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,খ্যাতিমান পরিবেশ আন্দোলন কর্মী স্হপতি তগলুক আজাদ পরিবেশ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,আব্দুল্লাহ আল নুরুল গণি ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক।
এছাড়াও নির্বাহী সদস্য পদে রয়েছেন কিউবা সরকারের অনারারী কনস্যুলার জেনারেল ও বিশিষ্ট চা-কর ওবায়েদ জায়গীরদার,সাবেক স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমদ,ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি ইশতিয়াক আহমদ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী মো: আজিজুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা এহসান কে সোয়েব ও প্রফেসর আবু জাহিদ মোহাম্মদ।
উল্লেখ্য যে সিলেট রত্ন ফাউন্ডেশন ইতিমধ্য তার কার্যক্রমের ২০ বছর পুর্ণ করেছে।বিগত ১লা সেপ্টেম্বর ২০০৫ সালে ঢাকায় ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১:১২:৫২ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ