
দুঃখ আমার সাথেই আছে- তবু দুখী আমি নইতো,
ছেড়ে চলে গেছো- হয়ত ভুলে গেছো - খোঁজ নিয়ে দেখো আমি আছি বেশ তো।
তোমাকে হারালাম - আমি হারলাম - অলক্ষ্যে অঝোরে কাঁদলাম,
পরিস্থিতি ছিল বৈরী- বিধি ছিল মোর বাম।
এত ভালোবাসা এত প্রতিশ্রুতি তোমার সবই কি ছিল ছল?
কেন বলেছিলে সেদিন- প্রেম আনিবে সুদিন- সুখ প্রতিদিন- অথচ আনিল কেন মোর চোখে জল?
বল মোরে তুই বল।
ঠিকই পড়ছে মোর মনে তুমি কবির সনে সেদিনের সে বিকেলে শুরু করেছিলে খুনসুটি আর ফোনালাপ,
সে আলাপ ছিল তোমার মধুর কন্ঠে আবেগী ভালোবাসার সাধ সাধ্য আর রঙিন স্বপ্নের জালবুননের আলাপ।
বললে মোরে তুমি : মোদের গল্প কিন্তু আজকের এই এক বিকেলের গল্প নয়,
জানো কি তুমি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে প্রেম-ভালোবাসা- আস্থা অর্জন করে নিতে হয়?
আমাদের দুটি মন চিরদিনের তরে হলো আজ এক- দুটি হৃদয় শুধু স্বপ্নের কথা কয়,
মনে রেখো: দুটি আত্মা আজ হলো একাত্মা কখনো পৃথক হবার নয়,
কখনো মোদের হবে কি ছাড়াছাড়ি মনে জাগে কেন এত ভয়?
কেন এ ভয়- মোরা বুঝি আত্মার আত্মীয় নয়?
নিয়তির বিধান হলো অবশেষে ছাড়াছাড়ি,
ছোট অভিমান- তুচ্ছ কথা- একটু অনৈক্য আর একটু বাড়াবাড়ি,
দু’জনের মন ধীরে ধীরে হচ্ছে অল্প স্বল্প ভারী,
সেদিন বুঝিনি আমি এভাবে তুমি একদিন যাবে মোরে ছাড়ি।
ভুলতে পারিনা- ভোলা নাহি যায়,
স্মৃতি শুধু কথা কয়,
আজ যদিও দূরের তুমি আমার আপন নয়।
মোদের মুগ্ধতা- প্রথম অনুরাগ- প্রথম উচ্ছ্বাস- প্রথম সেদিনের মত হাতে হাত রাখতে, পাশাপাশি হাঁটতে- গভীর নিমগ্নতায় মুখোমুখি বসতে আজও কেন ইচ্ছে করে?
কেন মোর সাধ হয় তোমার হাসিমুখ আবার দেখি আমি আমার মনটি ভরে?