
রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, রায়েরবাগ এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত ২টার কিছু পরে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
এছাড়া গতকাল সোমবার সকাল ও সন্ধ্যায় রাজধানীর অন্তত ১০ স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সেইসঙ্গে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাই
এদিকে রাজধানীর রমনা থানা এলাকায় সোমবার রাতে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় গণধোলাইয়ে মো. মাসুদুর রহমান (২৮) নামে একজন মোটরসাইকেলচালক আহত হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত মাসুদুর রহমান মানিকগঞ্জের শিবালয় থানার কাজশা ইউনিয়নের মো. রেজাউল করিমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর রামপুরার ১২৬/১২৭ দক্ষিণ বনশ্রী জি ব্লকে থাকেন।
রমনা থানার পুলিশ আহত অবস্থায় মাসুদুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।