
নোয়াখালী থেকে মোতাহার হোসেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে দিনব্যাপী লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো: জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বি.সি.এস.আই.আর) ড.মো: জামিলুর রহমান, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, বেগমগঞ্জ সার্কেল (এ.এস.পি), বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দাস, বি.এন.পি নেতা কামাখ্যা চন্দ্র দাস ও আহসান উল্লাহ, সহকারী কমিশনার ভূমি ( বেগমগন্জ এ.সি.ল্যান্ড) প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন। সভা শেষে প্রধান অতিথি নবনির্মিত উপজেলা প্রশাসন একাডেমী ভবনের শুভ উদ্বোধন করেন এবং উপজেলা প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। সম্পূর্ণ প্রোগ্রামটি বাস্তবায়ন করেন, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।