আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী ঘোষণা করল বাসদ।

Home Page » এক্সক্লুসিভ » আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী ঘোষণা করল বাসদ।
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


প্রণব জ্যোতি পাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাসদ সিলেট জেলা শাখার সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর। সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ও ঘোষিত প্রার্থী প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক মাছুমা খানম, চা শ্রমিক ফেডারেশনের নেত্রী রত্না বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে ৫০ হাজারে উন্নীত করা এবং নির্বাচনী ব্যয়সীমা ৫০ লাখ থেকে ৭৮ লাখ টাকায় বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচনকে ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তারা অবিলম্বে এসব সংশোধনী বাতিলের দাবি জানান। এছাড়া বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি দূর করতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বক্তারা। সভা শেষে বাসদ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক, রিকশা–ব্যাটারি রিকশা–ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পালকে আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়

বাংলাদেশ সময়: ২৩:০১:৪১ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ