নদী চৌধুরীর কবিতা - “প্রাপ্তি”

Home Page » সাহিত্য » নদী চৌধুরীর কবিতা - “প্রাপ্তি”
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


 প্রাপ্তি

জীবনে নাই কোন সুখ,
নাই কোন শান্তির ঠিকানা,
দিনের শেষে শুধু ক্লান্তি,
রাতের বুকে চাপা যন্ত্রণা।
কোন চাওয়া নেই, নেই পাওয়ার হিসাব,
মানুষের উপকার করতে গিয়ে
বয়ে বেড়াই কেবল অপরাধের সাজা—
নিজের হাতেই নিজের বিশ্বাস ভাঙা।
বাবা নেই, মা নেই, আশ্রয়ের কেউ নেই,
যেন পথহারা নৌকা দিগন্ত-বিহীন স্রোতে ভাসে।
তবু কেন জানি মনটা দাঁড়িয়ে থাকে—
অশান্তির ঢেউয়ে ডুবে থেকেও ভাঙে না আশা।
এই জীবনে শুধু অশান্তি আর অশান্তি,
তবু বুকের ভিতর ক্ষীণ আলো একটুখানি—
যে আলো বলে,
যত অন্ধকারই আসুক,
প্রাপ্তি একদিন ফিরে আসবেই
নিজের মতো করে, ধীরে ধীরে,
নীরব প্রভাতের মতো।

নদী চৌধুরী

বাংলাদেশ সময়: ২:০২:৪৩ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ