লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন

Home Page » জাতীয় » লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


---

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলায় গুদামে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের দারোয়ান আগুন টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে আমাদের অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটির ভিডিও দেখুন:

বাংলাদেশ সময়: ১৩:১০:৫২ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ