
সেল্টা ভিগোর পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হার। টানা ব্যর্থতায় সান্তিয়াগো বার্নাব্যুতে যেন আগ্নেয়গিরির ওপর বসেছিলেন কোচ জাবি আলোনসো। গুঞ্জন উঠেছিল তার চাকরি নিয়েও। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে লা লিগার ম্যাচে আলাভেসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেললেন আলোনসো।
ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।
অক্টোবরের শেষ দিকেও এল ক্লাসিকো জিতে ৫ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে ছিল রিয়াল। কিন্তু এরপর এলচে ও রায়ো ভায়েকানোর সঙ্গে ড্র এবং সাম্প্রতিক হারের ফলে শীর্ষস্থান হারায় তারা। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা সেই সুযোগে দখল করে নেয় চূড়া। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আলাভেসের বিপক্ষে জয়টি ছিল আলোনসোর জন্য অক্সিজেনের মতো।
ম্যাচের ২৪ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে। এটি চলতি মৌসুমে তার ১৭তম এবং রিয়ালের জার্সিতে ৭০তম গোল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামার এক মিনিটের মধ্যেই আন্তোনিও ব্লাঙ্কোর পাসে গোল করে আলাভেসকে সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ত্রাতা হয়ে আসেন রদ্রিগো। ৭৬ মিনিটে স্বদেশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।