২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের খেলার সূচি

Home Page » ক্রিকেট » ২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের খেলার সূচি
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের খেলার সূচি

সাফল্য ব্যর্থতার মিশেলে শেষ ২০২৫ সাল। আজ বৃহস্পতিবার শুরু নতুন বছর ২০২৬ সাল। ক্রিকেটের মাঠে ২০২৫ সাল বেশ ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। ২০২৬ সালজুড়েও থাকবে অনেক ব্যস্ততা।

বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। নতুন বছরের শুরুতে চলবে বিপিএল। টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ পিএসএলের সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশে এসে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। খেলবে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ।

জুনের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এবারও ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ। জুনের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে। এরপর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। জুলাই মাসজুড়ে সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ ওয়ানডের সিরিজে মাঠে নামবে টাইগাররা।

আগস্টের শুরুর দিকে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। আগস্টের শেষ দিকে আইরিশ সফর থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ। এরপর কিছুটা বিরতি পাবে টাইগাররা।

অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা গিয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হবে ডিসেম্বরের শুরুর দিকে। এই সিরিজ দিয়েই ২০২৬ সাল শেষ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

২০২৫ সালে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তিন সিরিজে ছয়টি টেস্ট খেলেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে গল টেস্ট ড্র করলেও হেরেছে ১-০ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে মুশফিক তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার বিরল রেকর্ড গড়েন। একই টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট ক্লাবে নাম লেখান বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

গত বছর বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে তিনটি এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জেতেনি টাইগাররা। তিন ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ১-২, আফগানিস্তান ০-৩ ও ওয়েস্ট ইন্ডিজকে হারায় ২-১ ব্যবধানে।

টেস্ট ও ওয়ানডের তুলনায় টি-২০ ফরম্যাটে বাংলাদেশের সাফল্য বেশি ছিল। টি-২০ এশিয়া কাপ ছাড়া ৮টি টি-২০ সিরিজ খেলেছে। টি-২০ সিরিজে সুপার ফোরে খেললেও সাফল্য ছিল না তেমন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১-২, পাকিস্তানের বিপক্ষে ০-৩ ব্যবধানে হেরে যায়।

এরপর টানা শ্রীলঙ্কা ২-১, পাকিস্তান ২-১, নেদারল্যান্ডস ২-০, আফগানিস্তান ৩-০ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে। হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০-৩ ব্যবধানে। সব মিলিয়ে গড় বছর ২৭ টি-২০ খেলে জিতেছে ১৫টি এবং হার ১১ এবং একটিতে কোনো ফল হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ