নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা

Home Page » প্রথমপাতা » নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


আবু বক্কর ছিদ্দিক ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার আপন ছোট ভাই। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি।’

নিহত আবু বক্কর ছিদ্দিক উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলা চারা গ্রামের ছেলামত উল্যার ছেলে।

জানা গেছে, আবু বক্কর ছিদ্দিকের সাথে তার ছোট হারুনুর রশীদের জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেটে বাবার সাথে হারুনুর রশীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হারুন তার ভাইকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি এম এ বারী আরো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:৩৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ