জাপানের উত্তরাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

Home Page » প্রথমপাতা » জাপানের উত্তরাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


জাপানের উত্তরাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

তবে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ রেকর্ড করেছে।মিডিয়া প্রশিক্ষণ

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ডিসেম্বর মাসের শুরুতে উত্তর-পূর্বাঞ্চল জাপানে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ