
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ৭
Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ৭train_accident_sm_546514503.jpgবঙ্গ-নিউজ: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত ও নারীসহ সাতজন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনোয়ারা (৫০), ফজলু (৪০) ও রাজীবের (১৮) নাম জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত সাতজনের অবস্থা গুরুতর।
তারা আরো জানান, সকাল পৌনে ৯টার দিকে দুই দিক থেকে দু’টি ট্রেন কারওয়ান বাজার এলাকা অতিক্রম করছিল। এসময় হতাহতরা দুই ট্রেনের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন।
বাংলাদেশ সময়: ১০:২৮:২৩ ৪১৩ বার পঠিত