শুক্রবার, ৪ জুন ২০২১
জামালগঞ্জ সাহিত্য সংসদ-জাসাস এর আত্মপ্রকাশ
Home Page » প্রথম পাতা » জামালগঞ্জ সাহিত্য সংসদ-জাসাস এর আত্মপ্রকাশ
বঙ্গনিউজ ডেস্কঃজামালগঞ্জ উপজেলার তৃণমূল কবি-লেখকদের নিয়ে জামালগঞ্জ সাহিত্য পরিষদ-জাসাস নামে একটি সাহিত্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটে আজ।
আজ বিকেল ০৩ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার’র সভাপতিত্বে এবং মনির হোসেন’র পরিচালনায় একটি সাধারণ সভার আয়োজন করে জাসাস।এতে আগামী তিন মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে জাসাস।
উক্ত আহ্বায়ক কমিটিতে নুরুল হক (আর্মি) কে আহ্বায়ক,আব্দুস সামাদ আফিন্দী নাহিদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় যথাক্রমে মহসিন কবির,সালাউদ্দিন এলাহি,মনির হোসেন,সেনোয়ারা আক্তার চিনু কে।
উক্ত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করা হয় আবু তালহা বিন মনির,আনোয়ার হোসেন,আবতাহিনূর খান উদয়,তানহির হোসাইন ও মোহাম্মদ নবী কে।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন
কবি আবদুল ওয়াহিদ,সখিনা আক্তার সাথী, লিটন মাহমুদ, রিতেশ পাল , আলী হায়দার,নজির হোসেন,
জসিম উদ্দিন ,
আশরাফুল রাব্বি,
আব্দুর রহিম সহ অনেকেই।
বাংলাদেশ সময়: ২২:০৫:৩৬ ৬০৯ বার পঠিত