শনিবার, ১৪ আগস্ট ২০২১
আজ ১০ ঘণ্টা থাকবে না গ্যাস
Home Page » সারাদেশ » আজ ১০ ঘণ্টা থাকবে না গ্যাস
বঙ্গনিউজঃ রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ শনিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য এই সমস্যা হবে বলে জানা গেছে। এলাকাগুলো হলো- মগবাজার, মধুবাগ এবং এর আশপাশের এলাকা।
এক জরুরি বার্তায় শুক্রবার এ তথ্য জানায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, ঢাকার বড় মগবাজারের জাহাবক্স লেইন (গাবতলা) এলাকায় গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন করা হবে ১৪ আগস্ট শনিবার। এর ফলে ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- বড় মগবাজারের তালতলা গলি, জাহাবক্স লেইন, গাবতলা, ওহাব সড়ক, চেয়ারম্যান গলি, মধুবাগ, নয়াটোলা এবং তৎসংলগ্ন এলাকা। ওই সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৩ ৫৩৬ বার পঠিত