মায়ের জন্য নতুন বাড়ি কিনলেন ডোয়াইন জনসন

Home Page » জাতীয় » মায়ের জন্য নতুন বাড়ি কিনলেন ডোয়াইন জনসন
মঙ্গলবার, ৭ জুন ২০২২



 ফাইল ছবি ডোয়াইন জনসন

বঙ্গনিউজ : ছেলের উপহার পেয়ে যারপরনাই আনন্দিত আটা জনসন। ৫০ বছর বয়সী জনসন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। গত রোববার তিনি মাকে নতুন বাড়ি উপহার দেওয়ার ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, নতুন বাড়ি দেখে রীতিমতো হতবাক মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু। পোস্টে রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই তারকা লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি মা, তোমার জন্য এই চমক। যখন আমি ছোট ছিলাম, তখন মায়ের কান্নাকে ঘৃণা করতাম। এখন খুশিমনে তাঁর আনন্দাশ্রু দেখছি। দুই মাস ধরে আমি ও আমার টিম এই নতুন বাড়ির নকশা করেছি। নতুন বাড়িতে তিনি দরজা পর্যন্ত হেঁটে বেড়াতে পারবেন। সামনে যা কিছু দেখবেন, সবই নতুন এবং পুরোপুরি চমক।’
আগেও মায়ের জন্য বেশ কয়েকটি বাড়ি কিনেছেন জনসন। তবে এবারেরটি কেন বিশেষ, সেটাও ব্যাখ্যা করেন পোস্টে, ‘আমি খুবই সৌভাগ্যবান গত কয়েক বছরে তাঁর জন্য বেশ কয়েকটি বাড়ি কিনতে পেরেছি। তবে এবারেরটি বিশেষ। প্রায় সারা জীবন ঘোরাঘুরির মধ্যে থাকার পর আমি চাই মা এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবেন। এটাই আমার স্বপ্ন। তোমাকে সুখী করার চেয়ে আর কোনো ভালো অনুভূতি হতে পারে না। নতুন বাড়িতে তোমাকে স্বাগত মা।’
নতুন বাড়িটি সাজানো হয়েছে আটার সংগ্রহে থাকা পুরোনো গিটার, পূর্বপুরুষদের ছবি দিয়ে। বড় হওয়ার সময়ে প্রায় যাযাবর জীবন কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা আরও লিখেছেন, ‘বড় হওয়ার সময় প্রায় পুরে দেশ চষে বেড়িয়েছি।

এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্য। মা–বাবা প্রথম নিজেদের যে বাড়িতে ওঠেন ১৯৯৯ সালে, সেটা আমিই কিনে দিয়েছিলাম। মা–বাবা যাতে তাঁদের প্রয়োজনীয় সব পান, সেটা নিশ্চিত করতে সব সময়ই চেষ্টা করেছি।’

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৮   ৪২২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ