 
    মঙ্গলবার, ৭ জুন ২০২২
মায়ের জন্য নতুন বাড়ি কিনলেন ডোয়াইন জনসন
Home Page » জাতীয় » মায়ের জন্য নতুন বাড়ি কিনলেন ডোয়াইন জনসন 
বঙ্গনিউজ : ছেলের উপহার পেয়ে যারপরনাই আনন্দিত আটা জনসন। ৫০ বছর বয়সী জনসন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। গত রোববার তিনি মাকে নতুন বাড়ি উপহার দেওয়ার ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, নতুন বাড়ি দেখে রীতিমতো হতবাক মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু। পোস্টে রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া এই তারকা লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি মা, তোমার জন্য এই চমক। যখন আমি ছোট ছিলাম, তখন মায়ের কান্নাকে ঘৃণা করতাম। এখন খুশিমনে তাঁর আনন্দাশ্রু দেখছি। দুই মাস ধরে আমি ও আমার টিম এই নতুন বাড়ির নকশা করেছি। নতুন বাড়িতে তিনি দরজা পর্যন্ত হেঁটে বেড়াতে পারবেন। সামনে যা কিছু দেখবেন, সবই নতুন এবং পুরোপুরি চমক।’
আগেও মায়ের জন্য বেশ কয়েকটি বাড়ি কিনেছেন জনসন। তবে এবারেরটি কেন বিশেষ, সেটাও ব্যাখ্যা করেন পোস্টে, ‘আমি খুবই সৌভাগ্যবান গত কয়েক বছরে তাঁর জন্য বেশ কয়েকটি বাড়ি কিনতে পেরেছি। তবে এবারেরটি বিশেষ। প্রায় সারা জীবন ঘোরাঘুরির মধ্যে থাকার পর আমি চাই মা এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাবেন। এটাই আমার স্বপ্ন। তোমাকে সুখী করার চেয়ে আর কোনো ভালো অনুভূতি হতে পারে না। নতুন বাড়িতে তোমাকে স্বাগত মা।’
নতুন বাড়িটি সাজানো হয়েছে আটার সংগ্রহে থাকা পুরোনো গিটার, পূর্বপুরুষদের ছবি দিয়ে। বড় হওয়ার সময়ে প্রায় যাযাবর জীবন কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা আরও লিখেছেন, ‘বড় হওয়ার সময় প্রায় পুরে দেশ চষে বেড়িয়েছি।
এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্য। মা–বাবা প্রথম নিজেদের যে বাড়িতে ওঠেন ১৯৯৯ সালে, সেটা আমিই কিনে দিয়েছিলাম। মা–বাবা যাতে তাঁদের প্রয়োজনীয় সব পান, সেটা নিশ্চিত করতে সব সময়ই চেষ্টা করেছি।’
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৮ ৫৫৮ বার পঠিত #চলচ্চিত্র #ডোয়াইন জনসন #তারকা #নেটফ্লিক্স #সিনেমা ইনডাস্ট্রি #হলিউড