বঙ্গনিউজঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ২৯ কোটি ৪৪ লাখ ডোজ টিকার সংস্থান হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১৩ নভেম্বর পর্যন্ত দেশে আট কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। পাঁচ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৮৬৪ জনকে প্রথম ডোজ এবং তিন কোটি ২৮ লাখ ৫ হাজার ১৯০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
মাদকসেবীদের চিকিৎসার বিষয়ে এমপি গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাদকসেবীদের চিকিৎসায় প্রত্যেক জেলা সদর হাসপাতালে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।