পারমাণবিক অস্ত্রগুলো সাজিয়ে রাখার জন্য নয়, ভারতে ব্যবহারের জন্য-হানিফ আব্বাসি

Home Page » জাতীয় » পারমাণবিক অস্ত্রগুলো সাজিয়ে রাখার জন্য নয়, ভারতে ব্যবহারের জন্য-হানিফ আব্বাসি
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫


পাকিস্তানের রেল মন্ত্রী হানিফ আব্বাসি

বঙ্গ-নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো শুধু সাজিয়ে রাখার জন্য নয়, বরং ভারতের জন্যই এগুলো তৈরি রাখা হয়েছে। এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, হানিফ আব্বাসি সাম্প্রতিক উত্তেজনার জন্য সরাসরি ভারতকে দায়ী করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দিল্লি যদি সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়, তবে ভারতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত।

আব্বাসি বলেন, ‘যদি ভারত পানি বন্ধ করে, তবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক। ঘোরি, শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্র আমরা শোকেসে সাজিয়ে রাখিনি। আমাদের ১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের জন্যই রেখেছি, শো-রুমের জন্য নয়। তারা (ভারত) জানেও না এই অস্ত্রগুলো পাকিস্তানের কোথায় কোথায় আছে।’

তার এই বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং এটি ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

হানিফ আব্বাসির এই বক্তব্যের মাত্র কয়েকদিন আগেই পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু চুক্তি প্রসঙ্গে ভারতের উদ্দেশে বলেছিলেন, ‘সিন্ধু আমাদের ছিল, আমাদেরই থাকবে। হয়তো তাতে পানি বইবে, নয়তো তাদের (ভারতীয়দের) রক্ত বইবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের জম্মু ও কাশ্মিরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। নিহতদের বেশিরভাগই পর্যটক বলে ভারত দাবি করেছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ভারতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সামরিক সংযুক্তি বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত এবং আটারি সীমান্ত পোস্ট বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে।

এর পাল্টা জবাবে ইসলামাবাদ ঐতিহাসিক শিমলা চুক্তি স্থগিত করার হুমকি দেয় এবং সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনার কথা জানায়। এছাড়া, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানিতে বাধা দেওয়াকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২১:০৫:০৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ