শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলেন

Home Page » প্রথমপাতা » শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলেন
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২


উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা, ছবি: ইউসুফ আলী

বঙ্গনিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। প্রায় ২৯ ঘণ্টা পর সেই বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছেন তারাই।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মানবিক দিক বিবেচনা করে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেন শিক্ষার্থীরা।

তারা জানান, উপাচার্যের বাসভবনের পাশে কর্মচারীদের আবাসিক এলাকা রয়েছে। উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ যে লাইনে, সেটাতে কর্মচারীদের এলাকার সংযোগও ছিল। তাই তারাও গত ২৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। তাদের কথা চিন্তা করে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।

পরে জেনারেটর এবং আইপিএস দিয়ে কোনোরকমে চলেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৩:২০:৩৪ ● ৮৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ