এভাবে অসতর্ক থাকলে সামনে ভয়াবহ দিন স্বাস্থ্যমন্ত্রী

Home Page » জাতীয় » এভাবে অসতর্ক থাকলে সামনে ভয়াবহ দিন স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ১৫ জুন ২০২২



 স্বাস্থ্যমন্ত্রী ফাইল ছবি

বঙ্গনিউজঃ  দেশজুড়ে হঠাৎ করেই আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিন যেখানে ৩০-৩৫ জন করে শনাক্ত হতো, গত সপ্তাখানেক ধরে বাড়তে বাড়তে সেটা পৌঁছে গেছে ১৫০-১৬০ জনে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যেভাবে অসতর্ক হয়ে চলাফেরা করছি, সেটা অব্যাহত থাকলে সামনে ভয়াবহ দিন আসছে।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, গত মাসেও করোনা শনাক্তের হার ছিল ১ শতাংশের নিচে। বর্তমানে সেটা ২ শতাংশে উঠে এসেছে। তাই নতুন করে সবাইকে সতর্ক হতে হবে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে সংক্রমণ বাড়তে শুরু করলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা খুবই কম। দেশের কোনো হাসপাতালেই ২০ জনের বেশি করোনা রোগী নেই। স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, স্বাস্থ্যবিধির কথা সবাই প্রায় ভুলতে বসেছে। এতে করে হাসপাতালে রোগীর ভিড় বেড়ে যেতে পারে।

দেশে করোনা সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, গত ৬ জুন শনাক্তের সংখ্যা ছিল ৪৩ জন। এরপর ধীরে ধীরে বাড়ছে এই সংখ্যা। গত ১২ জুন দেশজুড়ে কোভিড আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১০৯ জনকে। আজ মঙ্গলবার আপডেট তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হয়েছে ১৬২ জন করোনা রোগী।

বাংলাদেশ সময়: ১০:১৪:৩৪   ৪৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি -অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
রমজানে মাসেও মাঠে থাকার পরিকল্পনা বিএনপির
হাওয়ার দাপটে উড়ল ছাদ, ভাঙল গাড়ির কাচ! ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর দাপট
তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান
মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
রহমত ও বরকতের পয়গাম নিয়ে এলো রমজান
হজের খরচ কমল, বাড়ানো হলো নিবন্ধনের সময়
ফ্যামিলি কার্ডে মিলছে টিসিবির পণ্য, আছে ক্রেতাদের অভিযোগও
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০


Bongo News News Archive

আর্কাইভ