স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঢুলপুশি গ্রামে নিজস্ব অর্থায়নে নলকূপ স্থাপন করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ।
মঙ্গলবার বিকালে উপজেলার ঢুলপুশি গ্রামের বাসিন্দাদের কাছে নলকূপ স্থাপনের সরঞ্জামাদি হস্তান্তর করেন সাজেদা আহমেদ।
দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে ছিল ঢুলপুশি গ্রামের মানুষ ।নলকূপ স্থাপনের সরঞ্জামদি পাওয়াতে খুশি গ্রামবাসী।
গ্রামবাসী জানায়, হাওরের মাঝখানে আমাদের গ্রামের অবস্থান। গ্রামটিতে যোগাযোগের জন্য কোনো রাস্তা নেই।নিরাপদ পানির জন্য কোনো নলকূপ আছে দুটি । নতুন করে এই নলকূপটি স্থাপন হলে গ্রামবাসীর নিরাপদ পানির চাহিদা পূরণ হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,মানুষের জন্য ব্যক্তিগত অর্থায়নে সাজেদা আহমেদ নলকূপ স্থাপন যেমন ভালো কাজ করেছেন। তেমনি এটি প্রসংশনীয় উদ্যোগ।