ওবায়দুল কাদেরের জিজ্ঞাসা;এবার বিএনপির ইমাম কে?

Home Page » জাতীয় » ওবায়দুল কাদেরের জিজ্ঞাসা;এবার বিএনপির ইমাম কে?
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২


 ফাইল ছবি-ওবায়দুল কাদের

বঙ্গ-নিউজ: ২০১৮ সালে প্রখ্যাত আইনজীবী ও গণফোরাম প্রধান ড. কামাল হোসেনকে ইমাম মেনে ভুল করেছে বিএনপি- সম্প্রতি এমন মন্তব্য করেছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির সিনিয়র একজন নেতা। সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, তাহলে আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে?

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রশ্ন উত্থাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, পরবর্তী নির্বাচনে বিএনপির ইমাম কে- এটা শুধু আমাদের নয়, সারাদেশের জনগণের জিজ্ঞাসা। বিএনপি এখন সম্পূর্ণ দিশাহীন একটা দল, তাই গতবারের মতো এবারও তাদের স্বপ্নভঙ্গ হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবং তার দোসররা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, তাই জনগণ চাইলে ক্ষমতা ছেড়ে দেবে। এখানে বিএনপির হুমকি-ধমকির কোনো গুরুত্ব নেই। তারা বরং নির্বাচনে আসার চেষ্টা করুক।

আপনি আরো পড়তে পারেন

বাংলাদেশ সময়: ২১:২৭:৫৭ ● ৪৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ