কোচিং করতে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না:দীপুমনি

Home Page » জাতীয় » কোচিং করতে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না:দীপুমনি
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০২২


ফাইল ছবি-শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি

বঙ্গ-নিউজ: কোচিং করতে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কোচিংয়ের কোনো প্রয়োজন নেই, এমনটা আমরা বলছি না। এটা একটা এক্সট্রা কেয়ার। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এটা প্রয়োজন হতে পারে। কিন্তু কোনো শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করা যাবে না। কারণ এটা আইনত নিষিদ্ধ।

আজ চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোচিং না করলে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া হয় কিংবা নম্বর কম দেওয়া হয়- এমন অভিযোগও আমরা শুনেছি। এটা অত্যন্ত অনৈতিক কাজ। একজন শিক্ষক কখনোই এটা করতে পারেন না।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না। এ সংক্রান্ত আইনে বিষয়গুলো স্পষ্ট বলা আছে। তারপরও শিক্ষকদের মধ্যে কেউ কেউ আইন লঙ্ঘন করে নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াচ্ছেন, কখনো আবার কোচিং করতে বাধ্য করছেন। এ ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২০:৪২:৩৬ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ