Home Page » জাতীয় »
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২



শিল্পী কবীর সুমন ও সাবিনা ইয়াসমিনের ফাইল ছবি

বঙ্গনিউজঃ  গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও রাজনীতিক। বহু পরিচয় তাঁর। তিনি কবীর সুমন। ভারতীয় বাঙালি এই গায়ক শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালে। এরপর অনেকটা অভিমান করেই আর ঢাকায় আসেননি প্রখ্যাত এই সংগীতশিল্পী।

কোন অভিমানে এত বছর বাংলাদেশে আসেননি কবীর সুমন? শোনা যায়, ২০০৯ সালের অক্টোবরে যখন তিনি ঢাকায় এসেছিলেন, সে সময় শিল্পকলা একাডেমিতে ছিল তাঁর গানের আয়োজন। সেখানে গান গাইতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে সেই আয়োজন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয়। সেই অভিমান চেপে রেখে প্রায় ১৩ বছর পর কবীর সুমন ঢাকায় আসছেন।

জানা গেছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। আগামী ১৫ অক্টোবর থেকে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। ১৫ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর গাইবেন আধুনিক গান।

১৩ বছর পর ঢাকায় আসা প্রসঙ্গে কবীর সুমন জানিয়েছেন, কোনো অভিমানে নয়; গত এক যুগে তাঁকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। যদিও কবীর সুমন ঢাকায় আসার ব্যাপারে সরকারি অনুমতি এখনও পাননি। এ প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’-এর ফুয়াদ বিন ওমর বলেন, ‘সরকারি অনুমতির জন্য আমরা আবেদন করেছি। আশা করছি, শিগগিরই অনুমতি পেয়ে যাব।’

বাংলার সেই বিখ্যাত গানঃ তোমাকে চাই শুনতে নিচে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১১:৪০:৫০   ৩৬১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সিলেট সিটির ০৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ইলিয়াছুর রহমান ইলিয়াছ প্রতীক সমর্থনে গণসংযোগ
জো বাইডেন হোঁচট খেয়ে পড়ে গেলেন !!
আজ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
১০ বছর চাঁদা দিলে মিলবে আজীবন পেনশন
জাতীয় সংসদে বাজেট ২০২৩-২০২৪ উপস্থাপিত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী
এরদোয়ানের বিজয়ে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ
রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে ভারত কি ভাবছে
বাংলাদেশ সংঘাত চায় না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


Bongo News News Archive

আর্কাইভ